শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার পর মারা গেল শিশুপুত্রও!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু পর তাঁর ছেলে শিশুটিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত শিশুর স্কুলশিক্ষক আফরোজা আক্তার।
নিহত মো. ফয়সাল আহমেদ (১১)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মৃত মোহাম্মদ মোকলেছুর রহমানের ছেলে। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়সালের বাবা মারা যায়। গুরুতর আহত হয় ফয়সাল। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করালে, রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।’
প্রসঙ্গত, শুক্রবার(১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মোকলেছুর রহমান।