এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানে ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা প্রেসক্লাব।
১৪ নভেম্বর দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক সহ স্থানীয় গণমাধ্যমে কর্মীরা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বক্তাবলি এলাকার সন্ত্রাসী জাকির এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান ও ক্যামেরাম্যান এর ওপর হামলা করে। এবিষয় থানায় একটি সাধারন ডায়েরী করলেও ৪ দিনে এখনো হামলাকারীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমাধ্যম কর্মীরা।