ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত
হুজ্জাতুল্লাহ হীরা, পাবনা প্রতিনিধি

পাবনা চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসিব হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।নিহত হাসিব পেশায় ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
ঘটনার সময় হাসিব, সাজ্জুল, স্বাধীন সহ চারজন কাশিনাথপুর রেললাইনের পাশে চায়ের দোকানে ক্যারাম খেলছিলো। এ সময় ক্যারাম খেলা নিয়ে তর্ক বির্তক হয়।
হাসিব প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে স্বাধীন ও তার চাচা রাজা সরদার তাকে লাঠি দিয়ে মারপিট করে। এক পর্যায়ে স্বাধীন তার দোকানে থাকা চাকু নিয়ে এসে হাসিবের পিঠে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন মিলে হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, ক্যারাম খেলা নিয়ে তর্ক বিতর্কের সুত্র ধরে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সেইসাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।