বগুড়ায় মাদকবিরোধী অভিযানঃ ২৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮ মাদক ব্যবসায়ী
আতিক রহমান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় দুই দিনে ২৩ কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেন্সিডিলসহ ৮ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিন গতরাত সোয়া ১ টা ও বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মোকামতলা বন্দরের বগুড়া-রংপুর মহাসড়কের গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী এলাকার খায়রুল ইসলাম দুলাল(২৩) ও লালমনিরহাট সদর উপজেলার সিপিরকুঠি কুলিয়ারহাট এলাকার আকলিমা বেগম(৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার দিনগতরাত সোয়া একটার দিকে মোকামতলা বন্দরের গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে নিলফামারী থেকে ঢাকাগামী পিংকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ খায়রুল ইসলাম দুলাল(২৩) কে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের এক ঘন্টা পর লালমনিরহাট টু ঢাকাগামী শাহ ফতেহআলী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়।
এদিকে, শুক্রবার (২১অক্টোবর) বিকেলে প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান ১৭ কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক পাচারকারীকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন রমজান(২৪), জীবন বিশ্বাস (২২), হাফিজুর রহমান (২৪) শাজাহান (২২) মামুন (২১)ও আবুল খায়ের।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবালের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থেকে ভোর রাত পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে ঢাকা গামী বিভিন্ন যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়। এসময় যাত্রী বেশী ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১৭ কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেফতারকৃত ৬ জনের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।