বর্তমান সরকার একটি ডাকাত সরকার: মির্জা আব্বাস

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এই দেশের জনগণ দুর্ভিক্ষ মোকাবেলার আগেই শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে- টাঙ্গাইলে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে-মির্জা আব্বাস এই কথা বলেন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, এই সরকার এক লুটেরা সরকার। এই সরকার একটি ডাকাত সরকার, এই সরকার দুর্ভিক্ষের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না- এটা হয় না। দুর্ভিক্ষ আসতেই হবে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

প্রধানমন্ত্রী বলেছেন, দুর্ভিক্ষ ২০২৩ সালে হবে, আমরা কিন্তু বলি নাই। এই দেশের জনগণ সেই দুর্ভিক্ষ মোকাবেলার আগেই শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদ গাঁ মাঠে ১৩ বছর পর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গাইবান্ধার নির্বাচনে আজকের তথাকথিত সিইসি, নিশি রাতের ভোট চোর, ভোট চোরের সরকার, সেই সরকারের প্রতিনিধি সিইসি নির্বাচন করেছেন। আমরা বিশ্বাস করি এ ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না। আর আমরা তা হতে দেবো না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাবো। এর বাইরে আমাদের কোন বিকল্প নাই।

গনতন্ত্র দিয়েছিল শহীদ জিয়াউর রহমান, গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বেগম খালেদা জিয়া। তিনি বহু দলীয় গনতন্ত্র দিয়েছেন। আর গনতন্ত্রকে হত্যা করেছে আজকের এই সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ।

সম্মেলনে ২৩টি ইউনিটের ২ হাজার ৩৪৬ জন ভোটরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button