শেরপুরের ঝিনাইগাতীতে যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস উদযাপন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

“ফলবান হও” এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮তম যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি, জি.বি সি,বাংলাদেশ আয়োজনে গজনী ব্যাপ্টিষ্ট প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি’র প্রেসিডেন্ট মি: জেমস যিদিয়েল রেমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: আশরাফুল কবীর, জি.বি.সি প্রেসিডেন্ট পাষ্টর পঙ্কজ মারাক, জি.বি.সি জেনারেল সেক্রেটারী পাষ্টর অভয় চিসিম, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, স্থানীয় পাষ্টর যনাথন বনোয়ারী, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মি: নবেশ খকশী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উদ্যেশে স্বাগত জানিয়ে গারোদের নিজস্ব কৃষ্টির মনোজ্ঞ নাচ পরিবেশন করা হয়।