শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধে এক দিনমজুরকে হাত পা বেধেঁ নির্যাতন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধে আবু রায়হান গাজী (৪০) নামে এক দিনমজুরকে হাত পা বেধে উলঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ ওঠেছে।
ঘটনাটি ঘটেছে রোববার(২৭ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতীর মাদারপুর গ্রামে। আবু রায়হান ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন যাবত আবু রায়হানের সাথে প্রতিপক্ষ আবুল কালাম আজাদ, হুমায়ুন ও ছামিউল গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে আজাদ ও হুমায়ুনসহ তাদের লোকজন আবু রায়হানকে বিরোধপূর্ণ জমি থেকে তুলে নিয়ে হাত পা বেধেঁ উলঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এক পর্যায়ে আবু রায়হানের স্ত্রী রানী আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও মারপীটের শিকার হন। পরে ৯৯৯ নাম্বারে ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে ঝিনাইগাতীর থানার এসআই ফরিদ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আবু রায়হানকে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় ভর্তি করা হয় ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে।
এ ঘটনায় আবু রায়হানের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবিরকে গ্রেফতার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো, মনিরুল আলম ভূইয়া। তিনি বলেন, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।