ভয় দেখিয়ে সাভারে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ
সাভার প্রতিনিধি

সাভারে নবম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পৌর এলাকায় জামসিং মহল্লায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ বলছে,গতকাল রবিবার (২৭ নভেম্বর) রাতে নবম শ্রেণীর ওই ছাত্রীকে জামসিং এলাকায় একটি বাড়িতে জোর পূর্বক নিয়ে হত্যার হুমকি ধামকি দিয়ে ধর্ষণ করে শরিফ মিয়া নামের বাইশ বছরের এক যুবক। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানালে গতকাল রাতেই ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।