লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মামুনুর রশিদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম মিয়া নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কর জেলা কারাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরিয়তপুরের নড়িয়ার মাইজপাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের চন্দ্রগঞ্জ শাখার ম্যানেজার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ গ্রামের বাড়ী শরিয়তপুর থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন ইব্রাহিম। দুপুর সোয়া ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে সিএনজি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিক-আপের (ঢাকা মেট্রো-ন ২১-২৯০০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হেলমেট ভেঙে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।