তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

তুরষ্ক ও সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ২৪ হাজার ছাড়াল এবং আহতের সংখ্যা ৯০ হাজারের বেশি। প্রতিনিয়িতই বাড়ছে মৃত এবং আহতের সংখ্যা । এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ ।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, ভূমিকম্পে উদ্ধারকাজে বহু দেশের উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবক দল যোগ দিয়েছে । রাত-দিন তারা চেষ্টা করছে ধ্বংসস্তূপ থেকে জীবিত অথবা মৃত ব্যাক্তিদের উদ্ধারের ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

এই পর্যন্ত তুরষ্কে উদ্ধার হয়েছে ২০ হাজার ৬৬৫ মরদেহ যা আরো বাড়তে পারে । আহতের সংখ্যা প্রায় ৮০ হাজারের বেশি । আর সিরিয়ায় প্রাণহানি হয়েছে প্রায় ৩হাজার ৫১৩ জন ।

৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের রান্না করা খাবারের প্রয়োজন।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button