Site icon Mohona TV

ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর

ছবি: সংগৃহীত

মণিপুর রাজ্যে  উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে।

ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হলো বুধবার। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এত দিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।

author avatar
Mohona Online
Exit mobile version