আন্তর্জাতিক
আবারও দাবানলে পুড়ছে আমাজন
টানা তৃতীয়বার স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন। মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে সে আগুন, নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল।
সমালোচকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য।
এদিকে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে হারিকেন আইডা ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। আইডায় বিধ্বস্ত লুইজিয়ানা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।