দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই: শিল্প প্রতিমন্ত্রী

শামিমুজ্জামান চৌধুরী

দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হলে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই বলে মত দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। দেশে নতুন শিল্প-কারখানা স্থাপনসহ উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে “নিজের বলার মতো একটি গল্প”র আয়োজনে পঞ্চম উদ্যোক্তা সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশীসহ প্রায় ৬ লক্ষ তরুণ তরুণীকে অনলাইনে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কটেন্ট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারসহ অতিথিরা।

পরে এক আলোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন, স্বাস্থ্যখাত, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, শিক্ষা ও খাদ্যোৎপাদনে  দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের বদৌলতে। স্বাধীনতাবিরোধী চক্র সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন কামাল আহমেদ মজুমদার।

শিল্প-কারখানা নির্মাণসহ উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী বলেন, পদ্মাসেতু, মেট্রোরেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্যোক্তাদের ঊৎপাদিত পণ্য নিয়ে র‌্যাম্প শোর আয়োজন করা হয়।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button