Site icon Mohona TV

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। র‍্যারেব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আটক করা হয়েছে। র‍্যাব বলেছে, তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন বেশ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন ফকিরাপুল এলাকায় এক পুলিশ সদস্য নিহত হন।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version