সংবাদ সারাদেশ

নরসিংদীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

মাহাবুবুর রহমান, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ.ন.ম ইলিয়াস এর আদালত এই রায় প্রদান করেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম । ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা করলে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সবশেষ, আজ মঙ্গলবার দুপুরে ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবি। অপরদিকে, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামীপক্ষের আইনজীবি এডভোকেট আরিফুল ইসলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button