সড়ক দুর্ঘটনায় ফিড ব্যবসায়ীর মৃত্যু
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে লিটন মিয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার শৈলাট সংযোগ সড়কের গোতারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করে বেঁধে রাখেন স্থানীয়রা।
নিহত মো. লিটন মিয়া (৩৮) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি একজন পোলট্রি ফিড ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যবসার কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জৈনা বাজার যাচ্ছিলেন লিটন। গোতারবাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটন মিয়ার। এসময় স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে এর চালককে বেঁধে রেখে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও কাভার্ডভ্যানটি জব্দ করে এর চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।