Site icon Mohona TV

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, কথিত প্রেমিকসহ স্বামী আটক

ছবি: সংগৃহীত

পরকীয়া সন্দেহে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় গৃহবধূ পিংকি আক্তার (৩০) খুন হয়েছে। খুনের ঘটনায় কথিত প্রেমিক রুবেল হোসেনসহ স্বামী শহিদুল ইসলাম ওরফে রিয়াজকে (৪০) আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মান্ডার ঝিলপার আলী কদমে নিজ বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।

তিনি বলেন, শুক্রবার সকালে আমরা খবর পেয়ে মুগদা থানার মান্ডা ঝিলপার আলী কদমের বাসায় যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে রিয়াজকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রিয়াজ দাবি করেন, রুবেল নামে একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী পরকীয়া করে আসছিলেন। এর জেরে ঘটনার দিন সকালে ঘুমের মধ্যে পাথরের পুতা দিয়ে তার স্ত্রীর মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version