খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া আরও একটি ম্যাচ খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
শুরুতে প্রথম পর্বের ভেন্যু ওমান গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার পর দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যার একটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আরেকটি আয়ারল্যান্ড। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড।