রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শেষ হলো তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা (মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ)। ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতেছে পুরো পার্বত্য জেলা বান্দরবান।

প্রবারণা পূর্নিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। আষাঢ়ী পূর্নিমার পরের দিন থেকে টানা তিনমাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহন করেন এবং প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) পালন করে থাকে। এসময় সকল অহিংসা ও পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মানুসারীরা।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

উৎসবকে ঘিরে তৃতীয় দিনে পুরাতন রাজবাড়ী প্রাঙ্গন থেকে বিশাল একটি ড্রাগন আদলে রথ টেনে শহর প্রদক্ষিণ করে সোমবার মধ্যরাতে উজানীপাড়াস্থ সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবের।

এসময় রথ টানার পাশাপাশি, হাজার বাতি প্রজ্জলন, পিঠা উৎসব আর রং বে রংয়ের ফানুষ বাতি আকাশে উড়ায় পূনণার্থীরা।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button