Site icon Mohona TV

ভয়েস মেসেজে নতুন সংযোজন আনলো হোয়াটসঅ্যাপ

ছবি সংগৃহিত

হোয়াটসঅ্যাপ অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। গত কয়েকমাসেই নতুন ইন্টারফেস, মাল্টি-অ্যাকাউন্ট লগইন অপশনসহ চ্যানেল ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।  এবার তারই অংশ হিসেবে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ এবার অডিও বা ভয়েস মেসেজ ফিচারটিকে ‘ভিউ ওয়ান্স’ অপশনের মাধ্যমে আপডেট করছে। অর্থাৎ সেন্ডার ও রিসিভাররা মাত্র একবারই কোনো ভয়েস নোট খুলতে পারবেন। ফিচারটি একবার ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংয়ের সময় ভয়েস নোট ওয়েভফর্মের ডানদিকে একটি ছোট্ট আইকন দেখা যাবে। যা ট্যাপ করে এই মোডটি সক্রিয় করা যাবে।

ফাইল খোলার পর সেটি ক্লোজ করলেই অডিও মেসেজ মুছে যাবে। এমনকি সেন্ডারও আর সেই ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এতে করে ব্যবহারকারীদের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ভুল হাতে পড়ার ঝুঁকি দূর হবে।

এদিকে এই নতুন ফিচারটি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা পেয়েছেন। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২২.৪ ভার্সন বা আইওএস বিটা ২৩.২১.১.৭৩ ভার্সন আপডেট করে অ্যাক্সেস করতে পারবেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version