Site icon Mohona TV

বঙ্গবন্ধুকে নিয়ে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ ‘খোকা’

ছবি প্রতীকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে অ্যানিমেশন সিরিজ ‘খোকা’। সম্প্রতি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিরিজটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ ‘খোকা’। আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত সিরিজে উঠে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনা।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব, কৈশোর এবং ছাত্রজীবনে অসামান্য গুণাবলীর অধিকারী ছিলেন। তাঁর সহনশীলতা, মানবিকতা এবং পরোপকারিতাÑ এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই অ্যানিমেশন সিরিজ নির্মাণ করা হয়েছে। সিরিজটি নির্মিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে। ১০ পর্বের এই সিরিজের ব্যাপ্তি ১ ঘণ্টা ৪০ মিনিট।

গত রোববার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সিরিজটির প্রিমিয়ার। এ সময় সিরিজের পাঁচটিপর্ব দেখানো হয়। নির্মাতা জানান, আগামী ১০ নভেম্বর থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে খোকা সিরিজপ্রচারের পরিকল্পনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা আইসিটি বিভাগ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে ‘খাকা’।

বঙ্গবন্ধুকে তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন সবাই ছোটবেলায় আদর করে খোকা বলে ডাকতো। খোকা জন্মের পর একটা প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কিভাবে বড় হয়ে ধীরে ধীরে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন, সেটি আমরা এমন একটি মাধ্যমে তুলে ধরতে চেয়েছি, যে মাধ্যমটি আমাদের শিশু, কিশোর এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনপ্রিয়।

অ্যানিমেশন সিরিজটি যৌথভাবে তৈরি করেছে মার্স সল্যুশন, টিম অ্যাসোসিয়েট, ম্যাজিক ইমেজ ও প্রোল্যান্সার স্টুডিও। আগামী ১০ নভেম্বর থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে খোকা সিরিজপ্রচারের পরিকল্পনা করা হচ্ছে।

author avatar
Online Editor SEO
Exit mobile version