Site icon Mohona TV

‘ওরা কি আদৌ ক্রিকেটটা বোঝে?’ বিরূপ মন্তব্যে বিপাকে হরভজন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদের গ্যালারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেন ইন ব্লুর হয়ে গলা ফাটাতে এবং নিজেদের স্বামীদের চিয়ার করার জন্য গ্যালারিতে ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি এবং আরও অনেক ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা।

ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকর হিসেবে হাজির ছিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ধারাভাষ্য দেওয়ার সময় এক পর্যায়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। খেলা চলাকালীন এক সময় ক্যামেরা গ্যালারিতে বসে থাকা আনুশকা শর্মা এবং আথিয়া শেঠির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। তা দেখেই এই প্রাক্তন ক্রিকেটার বলে ওঠেন, ‘হয়তো ছবি নিয়ে কথা বলছেন তারা, নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না উনারা ক্রিকেটের কতটা বোঝেন!’

হরভজনের এমন মন্তব্যে ক্ষুব্ধ এই দুই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। সামাজিকমাধ্যমেও বেশ সমালোচিত হচ্ছে ভাজ্জি।এক নেটিজেন টুইট করে লেখেন, টিপিক্যাল একেবারে! হরভজন সিং আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। অশ্রদ্ধা বাড়ল। ক্রিকেটার হিসেবে আপনার ইনসিকিউরিটিটা বুঝতে পারছি। কিন্তু এভাবে সহকর্মীদের স্ত্রীদের অপমান করে? আপনার থেকে অবশ্য আর কী আশা করা যায়?’

আরেকজন লিখেছেন, ‘ তাতে আপনার কী দাদা? মুখে যা আসে তাই বলে দেওয়া যায়! উনারা যা নিয়ে কথা বলুক আপনার কী?’ অপর একজন অবশ্য একটু ভিন্নরকম মন্তব্য করেছেন, ‘উনি (হরভজন) এমনই। ওনার স্ত্রীকে নিয়ে কেউ এ রকম কথা বললেও উনি প্রতিবাদ করতেন না।

author avatar
Online Editor SEO
Exit mobile version