বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকারের আপৎকালীন প্রস্তুতি রয়েছে: শিল্পমন্ত্রী

মনিরুল ইসলাম

বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকারের আপৎকালীন প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। জাতীয় এসএমই উন্নয়ন পরিষদের তৃতীয় সভায় তিনি এ কথা বলেন। এতে শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার সরকারের রূপকল্প বাস্তবায়নে নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। পাশাপাশি, বেকারত্ব নিরসনে প্রান্তিক উদ্যোক্তাদের করমুক্ত ঋণ সুবিধা দিতে এনবিআরের প্রতি আহ্বান জানান।

এসমএই খাতের উন্নয়নে এনএসডিসির বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে তৃতীয় সভার আয়োজন করে জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ। এতে এসএমই ফাউন্ডেশনের নিজস্ব ভবন, টাস্কফোর্স প্রণীত নীতি ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সংস্থার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। সভার বিভিন্ন এজেন্ডা তুলে ধরেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারএজেন্ডা বাস্তবায়নে নানান দিক-নির্দেশনা দেন। বলেন, সমৃদ্ধ দেশ গঠনে নতুন উদ্যোক্তা সৃ‌ষ্টি‌তে এসএমই ও বি‌সিককে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

রেমিটেন্সযোদ্ধাদের বিনিয়োগে জটিলতা দূর করাসহ সচেতনতা সৃষ্টিতে- এসএমই ফাউন্ডেশন ও বিসিককে কাজ করার নির্দেশ দেন শিল্প প্রতিমন্ত্রী। আর বিটাককে নির্দেশ দেন নারী উদ্যোক্তা সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে।

রপ্তানি বাজার বাড়াতে দূতাবাসসহ বিমানবন্দর এলাকায় প্রান্তিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য  প্রদর্শনের ব্যবস্থা করার নির্দেশনাও দেন শিল্প প্রতিমন্ত্রী। বেকার সমস্যা সমাধানে প্রান্তিক উদ্যোক্তাদের করমুক্ত ঋণ সুবিধা দিতে এনবিআরের প্রতি আহ্বানও জানান তিনি।

সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নারী উদ্যোক্তা সৃষ্টিতে কামাল আহমেদ মজমুদারের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নে নির্দেশনা দেন।

নানান দুর্যোগ-সংকটেও উৎপাদন অব্যাহতের পাশাপাশি সরকারের আপৎকালীন প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।উন্নয়নের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button