ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের পরই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ট্রাস।

 

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগে বাধ্য হওয়া বরিস জনসনের স্থলাভিষিক্ত হলেন ট্রাস। লিজ দায়িত্ব গ্রহণের পরই ঘোষণা করা হয় একগুচ্ছ নতুন নাম। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসতে যাচ্ছেন অশ্বেতাঙ্গরা।

 

দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দেন ট্রাস। প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জেমস ক্লেভারলি দায়িত্ব পেয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী হিসেবেও অশ্বেতাঙ্গরা দায়িত্ব পেয়েছেন। মহামারির পর চলমান যুদ্ধে, শক্ত হাতে অর্থনীতির হাল ধরে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগীতা চান নতুন সরকার প্রধান।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button