মশার চাষ চলছে রাজধানীর অভিজাত এলাকার গুলশান-বনানী লেকে

এম এ আজীম

মাছ নয়,রীতিমতো মশার চাষ চলছে রাজধানীর অভিজাত এলাকার গুলশান-বনানী লেকে। সেইসঙ্গে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলেছে লেকটি। এজন্য জনসাধারণের অসচেতনতাকে দায়ী করে সিটি কর্পোরেশন বলছে,মশক নিধনে চেষ্টার কমতি নেই তাদের।

দূর থেকে মনোমুগ্ধকর মনে হলেও গুলশান-বনানীর এ লেকটি এখন চরম স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। লেকের দু’পাশে লতাগুল্মের মাঝে অবাধে বংশ বিস্তার করে যাচ্ছে মশা। লেকের ব্রিজের নিচের চিত্রটা আরো ভয়াবহ। এখানকার আটকে থাকা ময়লা-আবর্জনা সহায়ক ভূমিকা রাখছে মশা মাছির জন্য। ময়লা-আবর্জনার সঙ্গে লেকে নামছে দুষিত পানি। এতে প্রতিনিয়তই মরে ভেসে উঠছে লেকের মাছ।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান বলেন, লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কাজ করছে কর্মীরা। তবে স্থানীয়দের অসচেতনতায় তা কাজে আসছে না।

সংশ্লিষ্টরা বলছেন, একের পর এক অভিযানে গুলশান-বনানী লেক দখলমুক্ত করা গেলেও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি সিটি কর্পোরেশন।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button