নরসিংদীতে মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (০৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল গ্রুপ ও রমজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রোববার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৫ জন টেঁটাবিদ্ধসহ উভয় গ্রুপের ১০জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া হয়।

মাধবদী থানার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বিাকর করে বলেন, খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button