নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন 

নাটোর প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭ নিহতের ঘটনার তদন্তে  উচ্চ পর্যায়ের এক প্রতিনিধির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক) মো. আনিসুর রহমান এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী, বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তানভির সিদ্দিক সহ বিআরটিএ ও সড়ক ও জনপদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

পরিদর্শন শেষে যুগ্ম সচিব মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গত ৭ মে বনপাড়া-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়াতে দুই বাস ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনার কারণ নির্ণয় করতে মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি এই তদন্তে আসে। ৭ মে এর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ও দায়ীদের চিহ্নিত করতে পাশাপাশি এই মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা সহ অন্যান্য দুর্ঘটনার  কারণ নির্ণয় করতে ঘটনাস্থল সহ মহাসড়ক পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন ও তদন্ত শেষে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ করা হবে ও তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button