পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুমন খান, লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি উপজেলার কলাবাগান গ্রামের চেনুমিয়ার ছেলে। একই সময় ওই গ্রামের হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

রোববার (০২ এপ্রিল) ভোরের দিকে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রোববার ভোরের দিকে কয়েকজন বাংলাদেশির একটি দল ভারতীয় গরু আনতে শমসেরনগর সীমান্তে যায়। এসময় বিএসএফের একটি টহল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে রবিউল মারা যান আর পায়ে গুলিবিদ্ধ হন শহিদুল ইসলাম। পরে সাথে থাকা অপর বাংলাদেশিরা রবিউলের লাশসহ শহিদুলকে উদ্ধার করে নিয়ে আসে।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম মাহবুবুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button