রংপুর সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গণনা, এগিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী

অনলাইন ডেস্ক

শেষ হলো রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমে ভোট নেয়া শেষে এখন চলছে গননা। ভোটগ্রহণ শেষে জয়ের ব্যাপারে আশা জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে তৎপর ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।

ইভিএমে ভোট নেয়ায় কিছুটা ধীরগতি থাকলেও ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয়েছে পুরো নির্বাচনি প্রক্রিয়া। প্রতিটি কেন্দ্রে ছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

নির্বাচনে অংশ নেন মোট ২৬০ প্রার্থী। মেয়র পদে ৯,সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে জয়ের ব্যাপারে আশা জানান প্রার্থীরা। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণের কথা জানান,জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।

রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে মোট ৩৩টি। আর ২২৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা, পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২১টি কেন্দের ফলে লাঙল ১২ হাজার ৬১২ ভোট, হাতি ৫ হাজার ১০৯ ভোট এবং নৌকা ৩ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button