লক্ষ্মীপুরে মাদক মামলা যুবকের ৫ বছরের কারাদণ্ড 

মামুনুর রশিদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

জেলার রায়পুরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এর মামলায় ইসমাইল হোসেন লিমন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তার ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের সময় আসামী ইসমাইল হোসেন লিমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিমন জেলার রায়পুর উপজেলার পৌরসভার দক্ষিণ কেরোয়া গ্রামের মাইক খলিলের বাড়ির মো. জাকির হোসেন লিটনের ছেলে।

জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে সন্ধ্যায় রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন লিমনকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা জামশেদ আহমেদ বাদি হয়ে ওইরাতে লিমনের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ২৩ জুলাই রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আ.ন.ম এরশাদ দৌলা মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে লিমনকে দোষী সাবস্ত করে রায় দিয়েছেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button