শ্রীপুরে ২ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা, ২লাখ টাকার ঔষধ জব্দ! 

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঔষধ প্রশাসনের অনুমোদনবিহীন ঔষধ বিক্রয় ও  বাজারজাতকরন এবং মোড়কে উৎপাদনের রেজিস্ট্রেশন  না থাকার অভিযোগে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলের দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসান হাবিব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আদালত সুত্রে জানা যায়, অনুমোদনবিহীন ঔষধ বিক্রি হচ্ছে এমন খবরে মাওনা চৌরাস্তার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের পাশের কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় শিল্পী মেডিকেল হলকে ৩০ হাজার ও শ্যামলী ড্রাগ হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই দুই দোকান থেকে জব্দকৃত আনুমানিক  আড়াই লাখ টাকার ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

 

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button