সুন্দরবন থেকে ৪ দস্যু আটক

সবুজ হাওলাদার, মোংলা প্রতিনিধি

সুন্দরবন থেকে ৪ দস্যু আটক হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদেরকে আটক করে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশ। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, লাঠিসোঠা ও নৌকা।

মোংলা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের সময় মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশের যৌথদল অভিযান চালিয়ে সুন্দরবনের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে ৪দস্যুকে আটক করেন। আটককৃত দস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০), জিগিরমোল্লার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ।

আটক দস্যুদের কাছ থেকে ১টি কাঠের বাটসহ দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান, ৭টি সীসার কার্তুজ, ২টি কাঠের বাটসহ রামদা, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার পাইপ, ৪টি টর্চ লাইট, ৪টি গামছা, ১০টি নাইলনের রশি, ২টি স্কচ টেপ, ৪টি লাঠি, ২টি মানকি টুপি ও ১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে দুপুরেই বাগেরহাট জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানায় মোংলা থানা পুলিশ।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button