৪ঘন্টা কাজ বন্ধ রাখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়! 

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে সারাদেশে একযোগে ৪ ঘন্টা কর্ম বিরতির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সামনে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম,অফিস সহকারী আশরাফুল ইসলাম, কার্য সহকারী রতন কুমার বর্মন, অফিস সহায়ক মোখলেছুর রহমান বাচ্চু  প্রমূখ।

জানা গেছে, ২০১২ সালে দূর্যোগ ব্যবস্হাপনা আইন কার্যকর হলেও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না সামাজিক মর্যাদা ও কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা। ফলে বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতি সারা দেশে একযোগে এ কর্ম বিরতি ঘোষণা দিয়েছেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button