রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫জন গ্রেফতার

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে যাবৎজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৫জন আসামীসহ চি‌হিৃত অপরাধীকে বিদেশী পিস্তল,গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

রাজবাড়ীর পুলিশ সুপার এম, এম, শাকিলুজ্জামানের সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী অতিরিক্ত পু‌লিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ) ও অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড আপরাধ) মোঃ রেজাউল করিম,এর তত্তাবধায়নে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে গভীররা‌তে রাজবাড়ী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর ইউ‌নিয়‌নের সরদার পাড়া গ্রামস্থ মোঃ খলিল শেখ, পিতা-মৃত উছমান শেখেরবসত বাড়ির উত্তর দুয়ারী টিনের বেড়ার দোচালা টিনের ঘরের ভিতরে ডাকাতির করার প্রস্তুতি গ্রহন করার উদ্দেশ্যে সমবেত হওয়ার সময় ০১টি বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র সহ আসামী ১. মোঃ আরিফ মন্ডল(২৯), ২. মোঃ রাহাত বিশ্বাস ওরফে পিয়াল(২৬), ৩.মোঃ আশরাফুল ইসলাম(২৫), ৪.মোঃ রমজান আলী(২৪), ৫.মোঃ আলীম শেখ(২৩),১টি বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র, রামদা ১‌টি,চাই‌নিজ কুড়াল ১‌টি,দেশীয় গরু জবাহ করার ছু‌রি ২‌টি দেশীয় তৈরী অস্ত্রসহ তা‌দের‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী‌দের বিরু‌দ্ধে ২৬ অ‌ক্টোবর বুধবারে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪১, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয় এবং আগ্নেয়াস্ত্র প্রাপ্তি আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪২, ধারা- ১৯(এ)(এফ) ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button