Site icon Mohona TV

নিলয়-হিমির নাটকে অনুপমের গান

ছবি: সংগৃহীত

দুই বাংলার বেশ জনপ্রিয় গায়ক অনুপম রায়। বাংলাদেশে নিয়মিত এসে অনুষ্ঠান করেন অনুপম রায়। এমনকি বাংলাদেশের সিনেমাতেও গান করেছিলেন তিনি। এই প্রথম বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। 

প্রথমবারের মতো ‘আদরে থেকো’ শিরোনামে ঈদের নাটকে গেয়েছেন তিনি। অনুপম জানিয়েছেন, ‘আদরে থেকো’ নাটকের জন্য যে গানটি তিনি গেয়েছেন সেটা অন্যরকম একটা গান। ওই গানটির শিরোনাম ‘আদরে থেকো’। গানটির কথা লিখেছেন কলকাতার প্রীতম এবং সুর করেছেন অমিত চট্টোপাধ্যায়। অনুপম বলেন, ‘নাটকের এই গানের কথাগুলো আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর।

‘আদরে থেকো’র গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, “গ্রামীণ ইটভাটার গল্প। যেখানে ইটের ভাটায় ইট টানা ও সুপারভাইজারের কাজ করেন নিলয়। তার প্রেমিকা হিমি কাজ করে চালের আড়তে। এটা ট্রেন্ডি গল্প না। একটা গল্পনির্ভর নাটক। যেখানে ভালোবাসা আছে, টানাপড়েন আছে, লোভে পড়লে মানুষের সুখের জীবন কিভাবে নষ্ট হয়, সেই গল্প আছে। দর্শকদের নাটকটি ভালো লাগবে আশা করছি।”

ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।

Exit mobile version