Site icon Mohona TV

প্রাণভয়ে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন ব্যাংক কর্মকর্তা

শঙ্কুর পরিবার

#image_title

দুর্বৃত্তদের ভয়ে সপরিবার পালিয়ে বেড়াচ্ছেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শঙ্কু পুরকায়স্থ। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মৌলভীবাজার জেলার বড়লেখায় ব্যক্তিগত উদ্যেগে প্রতিষ্ঠিত মন্দির উদ্বোধনের সময় মামলার শিকার হন তিনি।

ভূক্তভোগী ব্যাংক কর্মকর্তা শঙ্কু পুরকায়স্থ জানান, বড়লেখার ভাগাডহর গ্রামে নিজেদের বাড়ির পাশে সার্বজনীন পূজার জন্য পিতার নামে মন্দির নির্মাণ করেন তিনি। ১৪ জানুয়ারি তা উদ্বোধন করার সময় স্থানীয় কিছু দুর্বৃত্তের হামলার শিকার হন শঙ্কু।

এ ঘটনার পর বড়লেখা থানায় মামলার করতে যাবার পথে আবারো উপর হামলা হন তারা। পরে তিনি পরিবার নিয়ে প্রাণভয়ে সেখান থেকে ঢাকায় ফিরে আসেন। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তুচ্ছ ঘটনা তৈরি করে আবারো তাদের মারধর করে এবং বড়লেখার মন্দির হামলার ঘটনা নিয়ে কোনো পদক্ষেপ না নেয়ার জন্য হুমকি দেয়।

এরপর থেকে শঙ্কুদের বাংলামটরের বাসভবন এলাকায় অচেনা ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। বর্তমানে প্রাণের মায়ায় দুই সন্তান নিয়ে আত্মগোপনে আছেন শঙ্কু পুরকায়স্থ।

Exit mobile version