Site icon Mohona TV

মেক্সিকো সীমান্তে প্রাণ গেল এক বাংলাদেশির

ছবি: সংগৃহীত

দুবাই প্রবাসী এক বাংলাদেশি আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের নাম রুহুল আমিন। তার বয়স ৩৫ বছর। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

নিহতের বাবার নাম মৃত হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। রোববার (১২ মে) দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিডি নুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি জানালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন দুবাই থেকে বাড়িতে বহুতল ভবন করেছেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করে রওনা হন। কিন্তু আমেরিকা প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যায়। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

author avatar
Online Editor SEO
Exit mobile version