কারওয়ান বাজারে কাঁচা মার্কেটে আগুন

মোহনা অনলাইন

রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল লা ভিঞ্চির পাশে কাঁচা মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি টিনশেড ঘরে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষিতির পরিমাণও জানা যায়নি।

Exit mobile version