বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি: বুরাক

মোহনা অনলাইন

তুর্কি তারকা বুরাক অ্যাজিভিট জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কুরুলুস উসমান’-এ উসমান বে চরিত্রে অভিনয় করেছেন ।

শুক্রবার (২৪মে) ঢাকায় আসেন তিনি। তাকে ঢাকায় আমন্ত্রণ জানায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গতকাল রোববার রাজধানীর র‌্যাডিসন ব্লুতে একটি প্রেস মিটের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এদিন র‌্যাডিসন ব্লুতে লাল শার্ট পরে হাজির হন উসমান বে খ্যাত তারকা। আগত সাংবাদিকদের উদ্দেশে শুরুতেই তিনি বলেন, ‘স্বাগতম বাংলাদেশ। বাংলাদেশে এসে এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। পাকিস্তান গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, বাংলাদেশের মতো এত ভক্ত কোথাও দেখিনি।’

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এর নায়ক বুরাক অ্যাজিভিট। সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই তাকে একনজর দেখতে বাংলাদেশের দর্শকদেরও আগ্রহের কমতি ছিল না।

Exit mobile version