Site icon Mohona TV

অসুস্থ গায়ক রিংকু প্রধানমন্ত্রীর সহায়তা চান

সংগীতশিল্পী রিংকু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। চারবার স্ট্রোকে হারিয়েছেন গান গাওয়ার ক্ষমতা। ২০২০ সাল থেকে তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এর মধ্যেই নতুন গান প্রকাশের খবর দিলেন এই সংগীতশিল্পী।

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী রিংকু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। চারবার স্ট্রোকে হারিয়েছেন গান গাওয়ার ক্ষমতা। ২০২০ সাল থেকে তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এর মধ্যেই নতুন গান প্রকাশের খবর দিলেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘জোছনা বিলাস’। বছর চারেক আগে এটিতে কণ্ঠ দিয়েছিলেন রিংকু।

সম্প্রতি সেটির প্রকাশনা অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন এই গায়ক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিংকু আবার গানে ফিরতে চান। সে জন্য বিপুল পরিমাণে অর্থ দরকার। তবে সেই অর্থের সামর্থ্য নেই এই গায়কের।

নতুন করে গানে ফিরতে ও সুস্থতার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন রিংকু। নতুন গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ।

রিংকু বলেন, ‘আমার নারী ঘরানার এ গানটি একটি শ্রেষ্ঠ গান হবে আশা করি। অনেকদিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। নতুন নতুন গান দিয়ে আমি সব সময় আপনাদের মাঝে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার গানের ভুবনে ফিরতে পারি।’

‘জোছনা বিলাস’র সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার, সংগীতশিল্পী প্লাবন কোরেশী, এফ এ সুমনসহ অনেকে।

Exit mobile version