Site icon Mohona TV

ঈদের পরে ধামাকা নিউজ দেবেন অপু বিশ্বাস!

ছবি: সংগৃহীত

অভিনয়ে তেমন না দেখা গেলেও ব্যস্ততার অন্ত নেই অপু বিশ্বাসের। যদিও কোনো শো, সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনে তাকে বেশ সরব হতে দেখা যায়। ইদানিং ইউটিউব কনটেন্ট নির্মাণ নিয়েও ব্যস্ত থাকছেন এই ঢালিউড কুইন।

এর মধ্যে প্রথমবার ইউরোপ ঘুরে গতকাল (৪ জুন) সকালে দেশে ফিরেছেন তিনি। ঈদ উৎসবের পরই নাকি ধামাকা এক নিউজ দেবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সদ্য এক গণমাধ্যমকে র মধ্যে প্রথমবার ইউরোপ ঘুরে গতকাল (৪ জুন) সকালে দেশে ফিরেছেন তিনি।দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী।

এই খবর সামাজিক মাধ্যমে প্রচার হতেই সেখানে হামলে পড়েছেন অপু বিশ্বাসের ভক্তরা। সবাই জানতে আগ্রহী, কী ধামাকা নিউজ দেবেন নায়িকা। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, হয়তো প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কোনো খুশির সংবাদ শোনাবেন অপু। কারও কারও আবার মন্তব্য, নায়িকা কোনো নতুন সিনেমার খবর জানাবেন।

সম্ভবত পেশাগত জীবন নিয়েই কোনো ভালো খবর দেবেন অপু বিশ্বাস। কারণ, সাক্ষাৎকারে ওটিটিতে কাজ নিয়ে করা এক প্রশ্নে নায়িকা বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

এখন দেখার বিষয়, ঈদের পর কী ধামাকা নিউজ দেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

Exit mobile version