বাগেরহাটে হোমিও ডাক্তারদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান  ডা. দিলীপ কুমার রায়ের
বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ডি.এইচ.এম.এস ডক্টর অ্যাসোসিয়েশন ও  হোমিও চিকিৎসক সমিতির ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের বক্তব্য দেন, বাগেরহাট হোমিও চিকিৎসক সমিতির সভাপতি বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: একরাম আলী, সাধারণ সম্পাদক ডাক্তার এম. আকতারুজ্জামান, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ আব্দুল্লাহিল বাকী, ডাঃ মিজানুর রহমান, ডাঃ শহিদুল ইসলাম গাজী, ডাঃ মোঃ রবিউল ইসলাম, ডাঃ দিলীপ কুমার রায়, ডাঃ শাহীন হোসেন, ডাঃ আলামিন প্রমুখ।

বক্তারা বলেন, ডা. দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোনো সম্পদ নেই। সারা জীবন তিনি সৎ উপায়ে এবং বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তা সমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন।
এই ষড়যন্ত্রের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান বক্তারা।

Exit mobile version