Site icon Mohona TV

রাতে আসছে তাহসান-মিথিলার ‘বাজি’

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান ও অভিনেত্রী মিথিলার ‘বাজি’ মুক্তি পাচ্ছে রবিবার (১৬ জুন) রাতে চরকিতে। সিরিজটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।

এবার ক্রিকেটারের চরিত্রে দর্শক দেখতে পাবে এই অভিনেতাকে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে এক ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। একসময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলা দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন ‘বাজি’র মাধ্যমে।

সিরিজটি দিয়ে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।’

মিথিলা বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’

পরিচালক আরিফুর রহমান বলেন, ‘অভিনয়শিল্পী থেকে কলাকুশলী, সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে এ সিরিজটি।’

তাহসান, মিথিলা ছাড়াও বাজিতে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

Exit mobile version