Site icon Mohona TV

কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

টা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৭ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন অর রশীদ জানান, নিরাপত্তার স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয়।

author avatar
Online Editor SEO
Exit mobile version