Site icon Mohona TV

আজ ও কাল ফ্রি ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

ছবি: সংগৃহীত

গ্রাহকদের জন্য সুখবর। আজ ও কাল গ্রামীণফোনে কোনো রিচার্জ ছাড়াই ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এই সুযোগের আওতায় আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টা গ্রামীণফোনের গ্রাহকরা পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন।

শুক্রবার (৯ আগস্ট) গ্রামীণফোনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

যেখানে বলা হয়েছে, ‘এই শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।’

আরও বলা হয়েছে, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এ ছাড়া এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডাটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক৷

Exit mobile version