Site icon Mohona TV

ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইউএস ওপেন জয় করলেন আরিনা সাবালেঙ্কা। জয়ের উদ্‌যাপনও ছিল তাই বাঁধনহারা। ইউএস ওপেনের ২০২১, ২০২২ আসরে পরপর সেমিফাইনাল, ২০২৩ আসরে ফাইনালে উঠলেও জেতা হয়নি। অবশেষে এবার টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে আক্ষেপ ঘুচিয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা।

মেয়েদের ফাইনালে দারুণ লড়াইয়ে জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি হয়েছেন সাবালেঙ্কা। মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার কন্যা জেসিকার বিপক্ষে ৭-৫, ৭-৫ গেমে জিতেছেন সাবালেঙ্কা। প্রথমবার ইউএস ওপেন জিতে কোর্টে শুয়ে পড়েন তিনি। মুখে হাত রেখে কেঁদেছেন, দুই হাত উপরে তুলে মেতেছেন উদযাপনে।

সাবালেঙ্কার ক্যারিয়ারে এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি। ২৬ বছর বয়সী এই টেনিস তারকা এর আগে দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। সবমিলিয়ে এ বছরের চারটি গ্র্যান্ড স্লামের দুটিই গেছে তার দখলে। এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। আজকের ফাইনালে জিতে ইউএস ওপেনের কোর্টে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলেন সাবালেঙ্কা।

Exit mobile version