না ফেরার দেশে চমক হাসানের মা!

মোহনা অনলাইন

মরণঘাতী ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন গণিতবিদ চমক হাসানের মা এবং কুষ্টিয়ার সময়ের সম্পাদক আহসানুল হক নবাবের সহধর্মীনি নওরাজিস আরা জাহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১.৪০ টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে ভুগছিলেন। এর আগে আহসানুল হক নবাব তার সহধর্মীনির জন্য দোয়া প্রার্থনা করেন। বলেন, আমার প্রাণাধিক স্ত্রী গত ৮ দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্ট নিয়ে ভর্তি আছেন। বুধবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে ডাক্তারদের সাথে আলোচনার প্রেক্ষিতে তার লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেয়া হবে।

মরহুমের প্রথম জানাযার নামাজ বাদ মাগরিব ঢাকার মিরপুর-১১ নম্বরের বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ ফজর কুষ্টিয়ার খোকসার শোমসপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা সমিতি, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

Exit mobile version