বাংলাদেশ স্কুলকে জমি দিল ওমান সরকার

মোহনা অনলাইন

বাংলাদেশ স্কুল, মাস্কাটের জন্য বোশার এলাকায় একটি প্লট বরাদ্দ দিয়েছেন।

বিগত ০৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নাজমুল ইসলাম এবং ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খালফান বিন সাইদ বিন মুবারক আল-শুইলি এর মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুল, মাস্কাটের শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এবং নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করেন।

মাননীয় মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশ স্কুল, মাস্কাটের জন্য বোশার এলাকায় (প্লট নম্বর: ৩৫৬২) ৯০৭৯ বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছেন।

Exit mobile version