Site icon Mohona TV

বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন : মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন : মির্জা ফখরুল

#image_title

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাসায় ফিরলেও  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) তাঁর ট্যাম্পারেচার ছিল।’

উন্নত চিকিৎসার জন্য কবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তাঁকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে তাঁর বিলম্ব হচ্ছে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বাসায় থাকবেন তিনি। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডন জটিলতা, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Exit mobile version