Site icon Mohona TV

হঠাৎ অবসরে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা

ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা আজ (সোমবার) আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর ঘোষণায় গ্রিজম্যান লেখেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময়।’

২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল গ্রিজম্যানের। অভিষেকের দুই বছরের মাথায় ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশীপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সেবার পর্তুগালের কাছে শিরোপার লড়াইয়ে হেরে গেলেও সেরা ছন্দে থেকে নিজেকে চিনিয়েছিলেন ফরাসি এই তারকা। টুর্নামেন্টটিতে সাত ম্যাচে ৬ গোল করেন। ছিলেন সর্বোচ্চ স্কোরার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিজম্যান। সাত ম্যাচে গোল করেন চারটি। ফাইনালে ক্রোয়েশিয়ার হারানোর ম্যাচে ম্যান অব দ্য ফাইনাল হন।

ফ্রান্সের হয়ে ১০ বছরেই থামলেন গ্রিজম্যান। জাতীয় দলের হয়ে ১৩৫ ম্যাচে গোল করেছেন ৪৪ টি। যা ফ্রান্সের পক্ষে মাত্র চতুর্থ-সর্বাধিক।

Exit mobile version